ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
রাজশাহীতে মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৪ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল

রাজশাহী: রাজশাহীতে মদপানে অসুস্থ হয়ে মো. তুহিন (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ জানুয়ারি) বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। এছাড়া একজন সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।  

রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তুহিন মহানগরের বোয়ালিয়া থানার হেতেমখা এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে।  

মৃত অন্য তিনজন হলেন- মহানগরের হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফায়সাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) ও মহানগরের বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)। অন্যদিকে চিকিৎসাধীন কলপ (২২) মহানগরের হেতমখা এলাকার হাবিবের ছেলে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, শুক্রবার (১ জানুয়ারি) রাত ১০টার দিকে মহানগরের হোসনীগঞ্জ এলাকায় কয়েকজন মদপান করেন। এদের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দিনগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত তিনজনের মৃত্যু হয়। এছাড়া শনিবার বিকেলে রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তুহিনের মৃত্যু হয়েছে।

** রাজশাহীতে মদপানে ৩ জনের মৃত্যু

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।