ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ২ ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
বেগমগঞ্জে ২ ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা বেগমগঞ্জে ২ ইটভাটাকে জরিমানা। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপনের অপরাধে নোয়াখালীতে দুই উপজেলায় দুইটি ইটভাটাকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০২ জানুয়ারি) বিকেলে বেগমগঞ্জের ছমির মুন্সীর হাট এলাকা ও সেনবাগের উপজেলার ফতেহপুর এলাকা এ অভিযান চালানো হয়।

নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি।  

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপনের অপরাধে বেগমগঞ্জের ছমির মুন্সীর হাট এলাকায় অনিবন্ধিত ইটভাটা দিগন্ত ব্রিকস ফিল্ডকে ১ লাখ টাকা ও সেনবাগের ফতেহপুর এলাকায় মেঘনা ব্রিকস ফিল্ডকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানকালে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, নোয়াখালীর উপ-পরিচালক, সহকারী পরিচালক, নোয়াখালী পুলিশ প্রশাসন এবং নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।