ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দূর্বৃত্তের হামলায় পুলিশ পরিদর্শক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
দূর্বৃত্তের হামলায় পুলিশ পরিদর্শক আহত

ঢাকা: রাজধানীর শান্তিবাগ এলাকায় নিজ বাসার সামনে দূর্বৃত্তের হামলায় পুলিশের বিশেষ শাখার (সিটি এসবি) পরিদর্শক আমজাদ (৫০) আহত হয়েছেন।

শনিবার (০২ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে শান্তিবাগ নূর মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গির আলম বাংলানিউজকে জানান, বাসার সামনে ময়লা ফেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে মারধরের শিকার হয়েছেন পরিদর্শক আমজাদ। এ ঘটনায় তিনি আহত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিদর্শক আমজাদ সিটি এসবির এমপি শাখায় কর্তব্যরত রয়েছেন বলেও জানান তিনি।

পুলিশের ওই সদস্য ছুরিকাঘাতের শিকার হয়েছেন কি-না জানতে চাইলে শাহজাহানপুর থানার পরিদর্শক জাহাঙ্গির বলেন, তিনি মারধরের শিকার হয়ে আহত হয়েছেন। তবে ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত নয়। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এজেডএস/এমএমআই/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।