ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাসপাতালের ম্যানহোলে শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
হাসপাতালের ম্যানহোলে শিশুর মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ম্যানহোল থেকে রোহান নামে তিন বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে শিশুটি নিখোঁজ ছিল।

 

শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোহান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়ার সুজন আলীর ছেলে।

এদিকে, ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় জড়িত সন্দেহে নয়ন নামে এক কিশোরকে (১৪) আটক করেছে পুলিশ। এসময় বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করা তার মাকেও জ্ঞিাসাবাদের জন্য আটক করা হয়। আটক নয়ন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার মসজিদ সংলগ্ন এলাকার মৃত বাবুর ছেলে।  

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গত বৃহস্পতিবার নিখোঁজ হয় রোহান। অনেক খুঁজেও তাকে না পেয়ে পরদিন বিষয়টি শুক্রবার (১ জানুয়ারি) থানায় জানায় তার পরিবার। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গের পেছনের ম্যানহোলের শিশুটির মহদেহ পাওয়া যায়।
 
তিনি আরও জানান, হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক কিশোর রোহানকে নিয়ে হাপাতালের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছে। পরে ফুটেজের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালালে রোহানের মরদেহ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।