ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তারাকান্দায় বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
তারাকান্দায় বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দয়ারামপুর এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার পুর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেচুয়ালেঞ্জি গ্রামের মৃত হামিদ আলীর ছেলে মাওলানা ফারুক আহমেদ (৪২), তার স্ত্রী মাসুমা খাতুন (৩৫) ও নবজাতক শিশু, ফারুকের বড় ভাই নিজাম উদ্দিন (৫০), ছোট বোন জুলেখা (৩০), চাচাতো ভাই বউ জোসনা বেগম (৩০) ও সিএনজিচালক সদর উপজেলার চর লক্ষ্মীপুরের রফিকুল (৩০)।  

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার দয়ারামপুর এলাকায় ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার সাত যাত্রীর মৃত্যু হয়।  

জানা যায়, ময়মনসিংহের একটি প্রাইভেট হাসপাতাল থেকে অটোরিকশায় করে ফারুক আহমেদ নবজাতক কন্যাশিশুকে নিয়ে নেত্রকোনার পুর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেচুয়ালেঞ্জি গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দয়ারামপুর এলাকায় এলে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার সাত যাত্রীর মৃত্যু হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক প্রাণনাথ সাহা জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় সাতজনের মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১, আপডেট: ১৯৩২ ঘণ্টা
আরআইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।