ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে দেয়াল চাপা পড়ে নির্মাণ শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
ফেনীতে দেয়াল চাপা পড়ে নির্মাণ শ্রমিক নিহত

ফেনী: ফেনীতে দেয়াল চাপায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ২ জন।

 

রোবাবার (০৩ জানুয়ারি) সকালে পৌর শহরের নাজির রোড এলাকার উকিল বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মহিবুল হকের ছেলে।

পুলিশ জানায়, সকালে ভবনের ফ্লোর ঢালাইয়ের জন্য মাটিতে খাদ করছিলেন কয়েক শ্রমিক। তখন পাশের সীমানা প্রাচীর ধসে তাদের উপড় আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে হাবিবুর রহমান নামে এক শ্রমিক মারা যান। আহত হন আরিফ হোসেনসহ অজ্ঞাত অপর আরেক শ্রমিক। পরে আহত শ্রমিকদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।