ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গায় ৩০ মণ জাটকা জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
বুড়িগঙ্গায় ৩০ মণ জাটকা জব্দ জব্দ জাটকা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ৩০ মণ (১২০০ কেজি) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

রোববার (০৩ ডিসেম্বর) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০২ জানুয়ারি) দিনগত রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গায় অভিযান চালিয়ে এমভি ইয়াদ-৩ (বরিশালের পাতারহাট থেকে ঢাকা সদর ঘাটগামী) যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ১২০০ কেজি জব্দ করা হয়। অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  

জব্দ করা জাটকাগুলো নির্বাহী মেজিস্ট্রেট এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় ২৭টি এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।