ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অধিদপ্তরের পরিবর্তে মন্ত্রণালয়ের জড়িত থাকা নিয়ে প্রশ্ন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
অধিদপ্তরের পরিবর্তে মন্ত্রণালয়ের জড়িত থাকা নিয়ে প্রশ্ন

ঢাকা: প্রকল্প বাস্তবায়নে অধিদপ্তরের পরিবর্তে মন্ত্রণালয়ের সরাসরি জড়িত থাকার বিষয়টি মন্ত্রণালয়ের কর্মপরিধির মধ্যে পড়ে কি না প্রশ্ন তুলে সে সংক্রান্ত প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি। আগামী এক মাসের মধ্যে কমিটির কাছে এ প্রতিবেদন জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়শা খান এবং খাদিজাতুল আনোয়ার অংশ নেন।

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তরের চলমান প্রকল্পসমূহের ওপর আলোচনা করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কাজ ২০১৯ সালের ১ জানুয়ারি শুরু হলেও গাড়ি কেনা বাদে প্রকল্পটির আর কোনো বাস্তব অগ্রগতি না থাকায় এবং প্রকল্পের গাড়ি বা মোটরসাইকেল ওই প্রকল্পের কাজের বাইরে ব্যবহার নিয়ে কমিটির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। প্রকল্পটির কাজের তদন্ত করে আগামী ১ মাসের মধ্যে কমিটির কাছে প্রতিবেদন জমাদানের সুপারিশ করা হয়।

এ বৈঠকে ৫টি প্রকল্পের কাজে আর্থিক ও বাস্তব অগ্রগতি সমান থাকায় বিষয়টি তদারকি করে মন্ত্রণালয়কে বিস্তারিত তথ্য উপস্থাপনের সুপারিশ করা হয়। ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ থাকার সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে সমুদ্র সম্পদ আহরণের সম্ভাব্য ক্ষেত্র খুঁজে বের করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কমিটি।

এছাড়া করোনাকালে খামারিদের সাহায্য দিতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা প্রণয়ন কীভাবে করা হয়েছে এবং হালদার উন্নয়ন নিয়ে কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, আইএমইডির সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।