ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মরিয়াম চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
মরিয়াম চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক ড. এ. কে. আব্দুল মোমেন

ঢাকা: জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল আনোয়ারুল করিম চৌধুরীর (জয়ভাই) স্ত্রী মরিয়াম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

রোববার ( ৩ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় মরিয়াম চৌধুরী তার স্বামী আনোয়ারুল করিম চৌধুরীর সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিতে সক্রিয় ছিলেন।

ড. মোমেন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মরিয়াম চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে রোববার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইন্তেকাল করেন।

আনোয়ারুল করিম চৌধুরী ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তানের কলকাতা মিশনের ডেপুটি থাকা অবস্থায় পাকিস্থানের উপ-রাষ্ট্রদূত হোসেন আলীর নেতৃত্বে মিশনের ৬২ জন বাঙালি মিলে এ মিশন দখল করেন এবং বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।  

আনোয়ারুল করিম চৌধুরী স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ড. মোমেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি থাকাকালীন আনোয়ারুল করিম চৌধুরীকে বাংলাদেশ মিশনের ‘শান্তির সংস্কৃতি’ বিষয়ে সিনিয়র উপদেষ্টা নিয়োগ করেন।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
টিআর/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।