ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লিপি ওসমানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
লিপি ওসমানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ  শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপির উদ্যোগে সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা আবদুল মতিনের তত্ত্বাবধানে ৫ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  

সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া ঈদ এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বিএসসি।  

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগ নেতা আবদুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সাজনু, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবদুল হেকিম, সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক আবুল ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সদস্য আবদুল মজিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।