ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

ঝালকাঠি: ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম হিমু নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (৪ জানুয়ারি) বিকেলে বরিশাল-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হিমু ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের মুজাম্মেল খন্দকারের ছেলে। তিনি আল-আরাফা ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখায় কর্মরত ছিলেন।

নিহতের স্বজন মাইনুল হক লিপু জানান, হিমুর বাবা সেটেলমেন্ট অফিসে চাকরি করতেন। ব্যাংক থেকে বাবার পেনশনের টাকা উত্তোলন করে মোটরসাইকেলে করে রাজাপুরে মায়ের কাছে যাচ্ছিলেন তিনি। পথে ছত্রকান্দা এলাকায় এলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।