ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিক্ষানবিশ আইনজীবী রেজাউলের মৃত্যুতে দোষীদের ফাঁসির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
শিক্ষানবিশ আইনজীবী রেজাউলের মৃত্যুতে দোষীদের ফাঁসির দাবি

বরিশাল: পুলিশের হাতে আটকের পর শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিম রেজার মৃত্যুর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে বরিশালে মানববন্ধন করেছে শিক্ষানবিশ আইনজীবীরা।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষানবিশ আইনজীবী মো. পারভেজ।

মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন মন্টু, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য মিলন ভূইয়া ও শিক্ষানবিশ আইনজীবী সাকলাইন মোস্তাক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিম রেজা অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। রেজাউল তার পরিবারের হাল ধরতে চেয়েছিলেন। কিন্তু পুলিশের হাতে আটকের পর তার মৃত্যু হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ সদস্যের বিচার দাবি করছি। অন্যথায় আইনজীবীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে রেজাউলের বাবা ইউসুফ মুন্সি পুলিশি নির্যাতনে তার ছেলের মৃত্যুর অভিযোগ তুলে মামলার প্রস্তুতি নেন।  

রেজাউলের স্ত্রী মারুফা বেগম অভিযোগ করেছেন তার স্বামীর মৃত্যুর জন্য পুলিশই দায়ী।

এদিকে মৃত রেজাউলের বাড়ি ও মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহীর বাড়ির আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত বছরের ২৯ ডিসেম্বর রাতে শিক্ষানবিশ আইনজীবী রেজাউলকে নগরীর হামিদ খান সড়ক এলাকা থেকে আটক করে নিয়ে যান এসআই মহিউদ্দিন। গত বছরের ৩০ ডিসেম্বর তাকে একটি মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১ জানুয়ারি রাত সাড়ে ৯টায় কারা হাসপাতালে রেজাউল অসুস্থ হলে তাকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২ জানুয়ারি রাত ১২টা ৫ মিনিটে রেজাউলের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।