ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৩ দিনপর রাজবাড়ীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
নিখোঁজের ৩ দিনপর রাজবাড়ীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের ৩ দিনপর এক কাচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বালিয়াকান্দি উপজেলার ঢোল গ্রামের একটি ঘাস ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

নিহতের ব্যবসায়ীর নাম ওমর আলী (১৪)। সে উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের কাচামাল ব্যবসায়ী আহেদ আলীর ছেলে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ওই কাচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সেই সঙ্গে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।