ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে আগুনে পুড়লো ১০ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
ফেনীতে আগুনে পুড়লো ১০ দোকান আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

ফেনী: ফেনী শহরের স্টেশন রোডে ওয়াহিদ মার্কেটে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে।  সোমবার (৫ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ওয়াহিদ মার্কেটে জাহাঙ্গীর ইলেকট্রিকের গোড়াউনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফেনীস্থ ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক পূর্ন চন্দ্র।

তিনি জানান, মার্কেটের দোকানিরা খবর দিলে আমাদের একটি ইউনিট প্রথমে কাজ শুরু করে পরে পাশের উপজেলা থেকে আরও দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্ন চন্দ্র জানান, ওয়াহিদ মার্কেটের ইলেকট্রিক, কম্পিউটার সার্ভিসিং, জুতার গোডাউন, কাগজের গুদাম ও চা দোকানসহ মোট ১০টি দোকানের মালামাল আগুনে পুড়ে গেছে।

তিনি জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপন করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে তা জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১ 
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।