ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযােদ্ধা ইসাহাক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযােদ্ধা ইসাহাক নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযােদ্ধা ইসাহাক আলী (৭৪) নিহত হয়েছেন। তিনি রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ছিলেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল উপজেলার বলিদ্বারা বাজার সংলগ্ন এলাকায় মােটরসাইকেল নছিমন মুখােমুখি সংঘর্ষে গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান।

আট নম্বর নন্দুয়ার ইউপির বর্তমান চেয়ারম্যান জমিরুল ইসলাম ও বীর মুক্তিযােদ্ধা আবু সুফিয়ান বলেন, মরহুমের জানাজা নামাজ বিকেল ৫টায় বলিদাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক নসিমনটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।