ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নলছিটিতে গলাকেটে যুবককে হত্যার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
নলছিটিতে গলাকেটে যুবককে হত্যার ঘটনায় মামলা

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটির দপদপিয়ায় আনিস বিশ্বাস রুম্মান হত্যার ঘটনায় ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) নলছিটি থানায় মামলাটি দায়ের করেন নিহতের চাচাতো ভাই মিঠু বিশ্বাস।



এর আগে রোববার (৩ জানুয়ারি) দপদপিয়ার বিশ্বাস বাড়ির সম্মুখে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনিস ওই এলাকার আব্দুল সাত্তার বিশ্বাসের একমাত্র ছেলে।

জানা গেছে, রোববার আনিস টোলঘরে ডিউটি করার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ আইন-শৃঙ্খলা বাহিনী। তবে, হত্যার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ বিষয় মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আবদুল হালিম তালুকদার বলেন, ঘটনার পরপরই পুলিশের কয়েকটি টিম আসামিদের গ্রেফতারে মাঠে নেমেছে, আসামি গ্রেফতার অভিযান অব্যাহত আছে। মামলার তদন্ত চলছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।

এদিকে সোমবার বিকেলে হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি করেছে এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।