ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজউকের নকশার বাইরে নির্মিত ভবনও উচ্ছেদ করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
রাজউকের নকশার বাইরে নির্মিত ভবনও উচ্ছেদ করা হবে

ঢাকা: খালের দুই পাড় থেকে যেভাবে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে, একইভাবে রাজউকের নকশার বাইরে যারা ভবন তৈরি করেছেন সেগুলোকেও উচ্ছেদ করা হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শন করেছেন মেয়র।

রাজধানীর ভাসানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত রাস্তার দুই পাশে এই অভিযান পরিচালিত হয়।

পরিদর্শনকালে মেয়র আতিকুল ইসলাম বলেন, মাটিকাটা থেকে ভাসানটেক পর্যন্ত আসার সময় দেখা যায়, মাটিকাটায় ১০০ ফুট রাস্তা, ভাসানটেকে ১০২ ফুট প্রশস্ত রাস্তা। কিন্তু তার মাঝখানে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাতে রাস্তা ২০ ফুট থাকার কথা। রাজউকের নকশা অনুযায়ী এই রাস্তাটি ২০ ফুট। কিন্তু এ রাস্তাটির দুই পাশের ভবন মালিকরা ভবন তৈরি করার সময় কয়েক ফুট রাস্তা দখল করে ভবন তৈরি করেছেন।  

‘এ মুহূর্তে এখানে রাস্তা আছে মাত্র ৮ থেকে ৯ ফুট। ফলে এই সামান্য রাস্তায় ভয়াবহ যানজট তৈরি হয়। এইটুকু রাস্তা পার হতে দীর্ঘ সময় লেগে যায়। আমার কাছে এই এলাকার জনগণ ও জনপ্রতিনিধিরা এসে অনুরোধ করেছে রাস্তা বড় করার জন্য। তাই আমরা আজ এখানে এসেছি। এই রাস্তা যদি চওড়া হয়, মানুষ তার উপকার ভোগ করবে। ’

দখলদারদের হুঁশিয়ার করে মেয়র বলেন, যারা এভাবে বিভিন্ন জায়গায় অবৈধভাবে দখল করে আছে, তাদের জন্য আমার বার্তা হচ্ছে আপনারা নিজ উদ্যোগে সরে যান। অন্যথায় এভাবে উচ্ছেদ করা হবে। রাজউকের নকশার বাইরে কোনো প্রকার দখল টিকিয়ে রাখা হবে না। খালের দুই পাড় থেকে যেভাবে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে একইভাবে রাজউকের নকশার বাইরে যারা ভবন তৈরি করেছেন সেগুলোকেও উচ্ছেদ করা হবে। জনগণকে ভোগান্তিতে ফেললে তা কোনোভাবে বরদাশত করা হবে না।
 
পরিদর্শনকালে অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালেক মোল্লাহ, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মতিউর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।