ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোনো ষড়যন্ত্র উন্নয়নের ধারাকে রুখতে পারবে না: এমপি মিলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
কোনো ষড়যন্ত্র উন্নয়নের ধারাকে রুখতে পারবে না: এমপি মিলন

বাগেরহাট: বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেছেন,উন্নত বাংলাদেশ গড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন। নেত্রীর স্বপ্নপূরণ হবেই, কোনো ষড়যন্ত্র এ উন্নয়নের ধারাকে রুখতে পারবে না।

 

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শুরু থেকেই শিক্ষার মান উন্নয়নে সরকারের ভূমিকা প্রশংসনীয়। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করা, গুরুত্বপূর্ণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কলেজ সরকারি করা, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান। তিনি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। শুধু শিক্ষা খাত নয়, প্রধানমন্ত্রীর হাত ধরে সব খাতেই উন্নয়ন হচ্ছে।  

মঙ্গলবার (০৫ জানুয়ারি) বিকেলে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

কলেজ চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. মেজবা উদ্দিন খোকন, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো. এমদাদুল হক এমদাদ, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজমল হোসেন মুক্তা, সাউথখালী ইউপি চেয়ারম্যান মো.মোজাম্মেল হোসেন, রায়েন্দা ইউপি চেয়ারম্যান  মো. আসাদুজ্জামান মিলন এবং  কলেজ প্রভাষক মো. শামীম আহসান পলাশ, অধ্যক্ষ. মানিক চাঁদ রায়, প্রভাষক আব্দুল মালেক রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে তিন কোটি তিন লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবনটি নির্মাণ করবে খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্স।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৫,২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।