ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এসএমপির ছয় থানার ওসি রদবদল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
এসএমপির ছয় থানার ওসি রদবদল

সিলেট: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) পুলিশ সদর দফতরের নির্দেশে তাদের এসএমপি এলাকার বাইরে বদলি করা হয়েছে।

তাদের স্থলাভিষিক্ত হবেন সিলেটের বাইরে থেকে নতুন করে যোগদান করা ছয় ওসি।

দায়িত্বপ্রাপ্ত নতুন ছয় ওসি হলেন- কোতোয়ালি থানায় এসএম আবু ফরহাদ, দক্ষিণ সুরমায় মনিরুল ইসলাম, শাহপরানে সৈয়দ আনিসুর রহমান, জালালাবাদে নাজমুল হুদা খান, বিমানবন্দরে খান মুহাম্মদ মাইনুল জাকির ও মোগলাবাজারে মো. শামসুদ্দোহা।

এর আগে কোতোয়ালিতে ওসির দায়িত্বে ছিলেন মোহাম্মদ সেলিম মিঞা, দক্ষিণ সুরমায় আক্তার হোসেন, শাহপরানে আব্দুল কাইয়ুম, জালালাবাদে অকিল উদ্দিন আহমদ, বিমানবন্দরে শাহাদাত হোসেন ও মোগলাবাজার থানায় সাহাবুল ইসলাম।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ বাংলানিউজকে বলেন, এসএমপি কমিশনার নিশারুল আরিফ ছয় নতুন ওসিকে দায়িত্ব দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।