ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট কসেরপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (৬১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

বুধবার (০৬ জানুয়ারি) বিকেলে ওই উপজেলার পুরন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জয়নাল আবেদীন উপজেলার পুরন্দপুর দত্তর বেড়পাড়ার মৃত হাফেজ আলীর ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন জয়নাল আবেদীন। তখন ফতেপুর এলাকা থেকে মাছ বোঝায় একটি আলমসাধু থাকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।