ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতারণার মামলায় প্রজাপতি পরিবহনের এমডি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
প্রতারণার মামলায় প্রজাপতি পরিবহনের এমডি গ্রেফতার রফিকুল ইসলাম

ঢাকা: প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছেন প্রজাপতি পরিবহনের এমডি রফিকুল ইসলাম।  

বুধবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মিরপুর ১২ নম্বরের, ব্লক-বি, বাড়ি: ৭৯/বি এর প্রজাপতি পরিবহনের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এরপর রাতে তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়।  

পুলিশ জানায়, ঢাকা সিএমএম কোর্টের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন রফিকুল ইসলাম।  

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, প্রজাপতি পরিবহনের এমডি সিআর মামালার ওয়ারেন্টভুক্ত আসামি। মামলাাটি কোর্টে হয়েছে। সন্ধ্যায় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।  

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমএমআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।