ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে চলছে র‌্যাবের শীতবস্ত্র বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
রাজশাহীতে চলছে র‌্যাবের শীতবস্ত্র বিতরণ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে র‌্যাব। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এবার ‘র‌্যাব সেবা সপ্তাহ’ উদযাপন করা হচ্ছে।



এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে র‌্যাব-৫ এর রাজশাহীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

রাজশাহী মহানগরীর উপকণ্ঠ মোল্লাপাড়া হড়গ্রাম এলাকায় এসব কম্বল বিতরণ করেন র‌্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম।

এ সময় র‌্যাব-৫ এর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, র‌্যাব-৫ ব্যাটালিয়নের তত্ত্বাবধায়নে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর এবং জয়পুরহাটেও কম্বল বিতরণ করা হচ্ছে।

জেলায় এক হাজার পিস করে কম্বল বিতরণ হচ্ছে বলেও জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।