ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

নওগাঁ: নওগাঁর সাপাহারে ছেলের লাঠির আঘাতে মা সাহানা বেগমের (৪৫) মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাহানা বেগমের বাড়ি উপজেলার উত্তর মানিকুড়া গ্রামে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে ছেলে ও মায়ের মধ্যে ঝামেলা হয়। এসময় ছেলে আরিফ তার মাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে সাহানার ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।