ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নতুন তফসিল ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
সৈয়দপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নতুন তফসিল ঘোষণা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ওই ওয়ার্ডের একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৃত্যুবরণ করায় নতুন করে এই তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কশিনারের আদেশক্রমে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান।

ঘোষিত তফসিল অনুযায়ী ওই ওয়ার্ডে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা ১৪ ফেব্রুয়ারি।

এতে বলা হয়, পৌরসভার ওই ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে (ইলেকট্রিক ভোটিং মেশিন) ভোট গ্রহণ করা হবে। ওই ওয়ার্ডের সাধারণ আসনে কাউন্সিলর পদে ইতিপূর্বে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে সাব্যস্ত হয়ে থাকলে এবং তিনি প্রার্থীতা প্রত্যাহার না করে থাকলে তাকে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, সৈয়দপুর পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনের ভোট গ্রহণ করা হবে ১৪ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।