ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
বাগেরহাটে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১ অস্ত্রসহ আটক ব্যক্তি।

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় বিদেশি পিস্তল ও গুলিসহ মো. ফারুক ছেপাই (৫১) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

শুক্রবার (০৮ জানুয়ারি) ভোরে উপজেলার আমড়াগাছিয়া বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে থেকে র‌্যাব-৬, খুলনার সদস্যরা তাকে আটক করে।

 

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড পিস্তলের গুলি, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড এবং নগদ এক হাজার একশত চল্লিশ টাকা জব্দ করেছে র‌্যাব সদস্যরা।  

আটক মো. ফারুক ছেপাই শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া গ্রামের এনায়েত ছেপাইয়ের ছেলে। আটক ফারুকের বিরুদ্ধে শরণখোলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে শরণখোলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেল ৪টায় র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহবুব আলমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।