ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নির্মল সেনের মৃত্যুবার্ষিকীতে কোটালীপাড়ায় স্মরণসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
নির্মল সেনের মৃত্যুবার্ষিকীতে কোটালীপাড়ায় স্মরণসভা ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের অষ্টম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (০৮ জানুয়ারি) দুপুরে উপজেলার দিঘীরপাড়া গ্রামে নির্মল সেন স্কুল অ্যান্ড মহিলা কলেজ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

নির্মল সেন স্মৃতি সংসদ ও নির্মল সেন স্কুল অ্যান্ড মহিলা কলেজ এর যৌথ আয়োজন করে।  

কলেজটির পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক রতন সেন কংকনের সভাপতিত্বে স্মরণসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, শিক্ষক দেবতোষ দে, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান বুলবুল, রাশেদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, নির্মল সেন স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান বুলু প্রমুখ বক্তব্য রাখেন।  

২০১৩ সালের ০৮ জানুয়ারি ৮৩ বছর বয়সে পরলোকগমন করেন বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।