ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে পারটেক্সের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
না.গঞ্জে পারটেক্সের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে পারটেক্স গ্রুপের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ কাছে।

শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের আটটি ইউনিট কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো যাচ্ছে না। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।