ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুচিন্তার জঙ্গিবাদবিরোধী ওয়েবিনার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
সুচিন্তার জঙ্গিবাদবিরোধী ওয়েবিনার

ঢাকা: সুচিন্তা ফাউন্ডেশনের উদ্যোগে ‘জাগো তারুণ্য, রুখো জঙ্গিবাদ’ শিরোনামে জঙ্গিবাদবিরোধী ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সুচিন্তা ফাউন্ডেশনের ফেসবুক পেজে এ ওয়েবিনারের আয়োজন করা হয়।

জঙ্গিবাদবিরোধী ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য ও শিক্ষাবিদ প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলি।

ওয়েবিনারে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার নানা দিক উল্লেখ করে প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, ধারণা করা হতো একটি নির্দিষ্ট জায়গা থেকে জঙ্গিবাদের বিস্তার ঘটে। কিন্তু হলি আর্টিজানের ভয়াবহ ঘটনার পর দেখা গেল পুরো উল্টো বিষয়টা। এখন সমাজের বিভিন্ন শ্রেণির আধুনিক শিক্ষিত তরুণদের ব্রেন ওয়াশ করে জঙ্গিবাদের ভয়াবহতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে পরিবার। অভিভাবকদের কাছ থেকে সঠিক শিক্ষা পেলে কোনো সন্তানই ভুল পথে যেতে পারে না।

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান জঙ্গিবাদ দমনে পুলিশের অবদান এবং সরকারের দিক-নির্দেশনাসহ নানা বিষয় তুলে ধরেন। তিনি বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশের আটটি ইউনিট কাজ করছে। পুলিশ দুইভাবে কাজ করে একটি প্রতিকারমূলক আরেকটি প্রতিরোধমূলক। আধুনিক বিশ্বে তথ্য প্রযুক্তি সহজলভ্যতার কারণে ইন্টানেটের মাধ্যমে জঙ্গিরা তাদের যোগাযোগ মেইনটেইন করে। সফলতার সঙ্গে জঙ্গিদের অনেক পরিকল্পনা ভেস্তে দিকে সক্ষম হয়েছেন আমাদের চৌকষ অফিসাররা। তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য ও শিক্ষাবিদ প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলি তার ৩৬ বছরের শিক্ষাকতা জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তরুণরাই নতুন নতুন সৃষ্টি করে; তাদের সৃষ্টিতেই এগিয়ে যায় একটি জাতি। বাংলাদেশ চিরকালই অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে। সব ধর্মের মানুষ এখানে মিলেমিশে থাকে। ’'৭৫ পরবর্তী সময়ে এই অসাম্প্রদায়িকতার চেতনার ওপর আঘাত শুরু হয়। আমি মনে করি সে সময় থেকেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান শুরু হয়।

ওয়েবিনারটি সঞ্চালনা করেন আজ সারাবেলা’র সম্পাদক জব্বার হোসেন।

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তরুণদের জাগ্রতকরণ ও জঙ্গিবাদবিরোধী কার্যক্রম হিসেবে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় তিন বছর ধরে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সেমিনার করে আসছে সুচিন্তা ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।