ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন- নূরুল ইসলাম প্রকাশ নূর ইসলাম (২৮) ও জামাল হোসেন প্রকাশ জামাল (২৯)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার ডেইলপাড়ায় কয়েকজন ইয়াবাকারবারি ইয়াবা পাচারের জন্য সংঘবদ্ধ হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ডেইলপাড়া থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি হাফিজুর।  

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।