ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেবাশীষকে হত্যা মামলার আসামি করার প্রতিবাদে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
দেবাশীষকে হত্যা মামলার আসামি করার প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা: দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও ঢাকা বাংলা চ্যানেলের (ডিবিসি) রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাসকে একটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম ঢাকা।

রাজবাড়ীর কালুখালী উপজেলার ব্যবসায়ী রবিউল হত্যা মামলার চার্জশিটে দেবাশীষ বিশ্বাসকে ১০ নম্বর আসামি করা হয়েছে।  

বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম ঢাকার আহ্বায়ক জাহিদুজ্জামান ফারুক এর সভাপতিত্বে ও ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকা সভাপতি অমরেশ রায় সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক আছাদুজ্জামান, কালের কণ্ঠের জ্যেষ্ঠ সাংবাদিক লায়েকুজ্জামান, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।