ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় প্রতারক চক্রের ৪ সদস্য আটক 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
আশুলিয়ায় প্রতারক চক্রের ৪ সদস্য আটক  ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি প্রতিষ্ঠান থেকে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর সদস্যরা।

শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা অবস্থিত তানহা অ্যাসোসিয়েট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা চারজন হলেন- সবুজ কাজী (৩৩), শাওন মহলদার (২০), আমিনুরুল ইসলাম (৪০) ও মাহবুব আলম (৪৫)।    

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে দুপুর ১২টার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় তানহা অ্যাসোসিয়েট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ওই চার সদস্যকে আটক করা হয়। সেই সঙ্গে প্রতারকদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়।  

এ বিষয়ে র‌্যাব-৪ কোম্পানি কমান্ডার মেজর এএইচএম আদনান তফাদার বাংলানিউজকে বলেন, আটকরা সমাজের সহজ-সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নিয়েছে বিভিন্ন অংকের টাকা। আটক চার জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।