ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতিরঝিলে যান চলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
হাতিরঝিলে যান চলাচলে নিষেধাজ্ঞা ছবি: সংগৃহীত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর কারণে হাতিরঝিলে যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) এই ম্যারাথন বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিলে শেষ হবে।

এতে ফুল ও হাফ ম্যারাথনে অংশ নেবেন ২০০ দেশি-বিদেশি প্রতিযোগী।

ম্যারাথন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের রুট ও তার আশপাশের এলাকার নিরাপত্তা এবং সড়কের যানজট পরিহারের জন্য ভোর ৪টা ৩০ মিনিট থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সব যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।

শনিবার (০৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন>> বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন রোববার

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।