ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  ফাইল ছবি

সাভার (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলার ডাউটিয়া এলাকায় অজ্ঞাত যানবাহনের চাপায় আরিফুজ্জামান (৩৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (০৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুজ্জামান মানিকগঞ্জের সাটুরিয়া থানার ধানকোড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আবু হামিদ দুদুর ছেলে। পেশায় তিনি শিক্ষক ছিলেন।

জানা গেছে, বিকেলে মোটরসাইকেলে করে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন আরিফুজ্জামান। পথে ডাউটিয়া এলাকায় এলে অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘাতক অজ্ঞাত যানবাহনকে চিহ্নিত করতে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।