ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ছিনতাই ও ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

শনিবার (০৯ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত ও ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় ডিবি কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিবির অতিরিক্ত কমিশনার।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।