ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
রাজধানীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে বিথী আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের সালাম সিকদারের মেয়ে বিথী। স্বামী রং মিস্ত্রি নূর মোহাম্মদ ও নয় মাসের মেয়ে তোফা জান্নাতকে নিয়ে ভূঁইয়াপাড়া নতুন পানির পাম্পের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

নূর মোহাম্মদ বলেন, সকালে গ্রামের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় বিথী। এ সময় আমি ও আমার মা হাসিনা বেগম তাকে আজ যেতে মানা করি। এ নিয়ে আমাদের (স্বামী-স্ত্রীর) মধ্যে ঝগড়া হয়। বিকেলে আমি মসজিদে নামাজ পড়তে যাই। এ সময় মা ও বিথী বাসায় ছিল। তখন মা বিথীকে একই এলাকার এক আত্মীয়ের বাসায় বেড়াতে নিয়ে যায়। কিছুক্ষণ পর বিথী মাকে কাজ আছে বলে বাসায় চলে আসে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মা বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে আশপাশের লোকজন দিয়ে দরজা খুলে রুমের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় বিথীকে। পরে আমাকে খবর দেওয়া হলে বাসায় গিয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পারিবারিক কলহের জের ধরে বিথী গলায় ফাঁস দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।