ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদক কারবারী ও সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
মাদক কারবারী ও সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না

কক্সবাজার : মাদক কারবারী ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কক্সবাজারের নতুন পুলিশ সুপার (এসপি)  মো.হাসানুজ্জামান।

শনিবার (৯ জানুয়ারি) বিকালে টেকনাফের বাহারছড়া শাপলাপুর হাইস্কুলে আয়োজিত মাদক ও সন্ত্রাস বিরোধী সভায় তিনি এ কথা বলেন।

 
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এ প্রতিপাদ্যে টেকনাফ থানা পুলিশ এই সমাবেশের আয়োজন করে।

এসপি মো. হাসানুজ্জামান বলেন, কোনো পুলিশ সদস্য লোভের বশীভূত হয়ে অপরাধমূলক পথে পা দিলে তাকেও কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

তিনি বলেন, অপরাধীদের তথ্য জানানোর জন্য জেলা পুলিশের বিশেষ সেল রয়েছে। এই বিশেষ সেলে সব অপরাধীদের তথ্য দিতে সহায়তা করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।  

জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক কারবারীদের সঙ্গে কোনো ধরনের সম্পর্কে জড়াবেন না। আর ওয়ারেন্টভূক্ত মাদক মামলার পলাতক আসামীদের আটকে সবাই সহায়তা করতে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসুন।

পুলিশের হাত থেকে মাদক মামলার আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে দুঃখজনক উল্লেখ করে পুলিশ সুপার বলেন, থানায় টাউট-বাটপার আর দালালদের স্থান হবে না। থানায় সাধারণ মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করা হবে। থানায় জিডি করতে কোনো ধরনের টাকা-পয়সা লাগবে না।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ শাকিল আহমেদ।

আরও বক্তব্য রাখেন বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সাইফুল্লাহ, শাপলাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক এমএ মঞ্জুর, ৮নং ওয়ার্ডের মেম্বার ছৈয়দ হোসাইন, ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার আনোয়ারা বেগম,শামলাপুর বায়তুল জন্নাত কেন্দ্রীয় জামে মসজিদের ক্বারী ইউসুফ জামিল প্রমুখ।

বাংলাদেশ সময় ০৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এসবি/ ডিএন/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।