ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
শ্রীপুরে কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১০ জানুয়ারি) ভোরে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আলামিন জানান, শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় টিনশেড ভবনে কার্টন তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

তিনি আরও জানান, কার্টন তৈরির মেশিন ওভারলোড হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই কারখানার কার্টন ও মেশিন পুড়ে গেছে। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১   
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।