ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নৌযান ব্যবসা সমৃদ্ধ করতে ছয় দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
নৌযান ব্যবসা সমৃদ্ধ করতে ছয় দফা দাবি অনুষ্ঠানে অতিথিরা, ছবি: শাকিল

ঢাকা: নৌযান ব্যবসা সমৃদ্ধ করতে চট্টগ্রাম বন্দর ও মোংলা বন্দরে অবৈধ বাল্কহেড চলাচল বন্ধসহ ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে নৌযান ব্যবসা সমৃদ্ধি ঐক্য পরিষদ।

রোববার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে তারা এ দাবি জানায়।

নৌযান ব্যবসা সমৃদ্ধি ঐক্য পরিষদের পক্ষে ছয় দফা দাবি উপস্থাপন করেন কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহবুব কবির ও বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের (বিসিভোয়া) সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

নৌযান ব্যবসা সমৃদ্ধি ঐক্য পরিষদের ছয় দফা দাবিগুলো হলো- চট্টগ্রাম বন্দর ও মোংলা বন্দরে ব্লাকহেড চলাচল বন্ধ করতে হবে। ডব্লিউটিসির বাইরে সিরিয়াল বিহীন জাহাজ চলাচল বন্ধ করতে হবে। জাহাজে ডাবল মাস্টার ও চালক প্রথা বাতিল করতে হবে। ৫০ মিটার ঊর্ধ্ব জাহাজের ক্ষেত্রে নির্মাণকালীন থেকে জাহাজ সচল থাকা অবস্থা পর্যন্ত বে-ক্রসিং প্রদান করতে হবে। সিলেট, সুনামগঞ্জ, নগরবাড়ী ও খুলনা নোয়াপাড়া রুটে নদী ড্রেজিং করতে হবে। নৌপথে নৌ-পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তর কর্তৃক চাঁদাবাজি বন্ধ করতে হবে।

আগামী তিন মাসের মধ্যে এ দাবিসমূহ পূরণ না হলে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় নৌযান ব্যবসা সমৃদ্ধি ঐক্য পরিষদ।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
পিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।