ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রেললাইনে দাঁড়িয়ে বাদাম খাওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
রেললাইনে দাঁড়িয়ে বাদাম খাওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত ১

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড উড়াল সেতুর নিচে রেললাইনে দাঁড়িয়ে বাদাম খাওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে নুরুল ইসলাম রানা (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) বিকেল পৌঁনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত নুরুল পেশায় গাড়ি চালক ছিল।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন জানান, বিকেলে ওই উড়াল সেতুর নিচে রেললাইনে দাঁড়িয়ে বাদাম খাচ্ছিলেন নুরুল। এ সময় কমলাপুর থেকে ছেড়ে একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রানা পরিবারের সঙ্গে মধ্য বাড্ডা এলাকায় থাকতেন। তিনি গাড়ি চালাতেন। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।