ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লন্ডনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক যুক্তরাজ্য সফর উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
লন্ডনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক যুক্তরাজ্য সফর উদযাপন ...

ঢাকা: লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮ জানুয়ারি ১৯৭২ সালের ঐতিহাসিক যুক্তরাজ্য সফর উদযাপনে এক বিশেষ স্মারক অনুষ্ঠানের আয়োজন করে।  

প্রথমবারের মতো লন্ডন মিশনে আয়োজিত এই স্মারক অনুষ্ঠানে অংশ নিয়ে ব্রিটিশ মন্ত্রী, বিরোধী দলীয় নেতা, হাউস অব লর্ডসের সদস্য ও বিশিষ্ট ব্রিটিশ সাংসদ, রাষ্ট্রদূত, প্রখ্যাত সাংবাদিক ও ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং যুক্তরাজ্যের সরকার ও জনগণ এবং ব্রিটিশ-বাংলাদেশিদের সঙ্গে বঙ্গবন্ধুর গভীর সম্পর্কের কথা স্মরণ করেন।

 

সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউকে ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস (ইউকেএফসিডিও)-এর দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড তারিক আহমাদ গেস্ট অব অনার এবং ওয়েলসের ফার্স্ট মিনিস্টার মার্ক ড্রেকফোর্ড বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ আলোচনায় অংশ নেন ব্রিটেনের বিরোধী দলীয় নেতা ও লেবার পার্টির প্রধান কীর স্টারমার এমপি, কনজারভেটিভ পার্টির ভাইস চেয়ার মিস নিকি এইকেন এমপি, পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক লেবার পার্টির শেডো সেক্রেটারী অফ স্টেট মিস লিসা নন্দী এমপি, ইউকেএফসিডিও’র পার্লামেন্টারী সেক্রেটারী জয় মরসি এমপি, বাংলাদেশ বিষয়ক ব্রিটিশ সর্বদলীয় সাংসদীয় গ্রুপের ভাইস চেয়ার লর্ড বিলিমোরিয়া, হাউস অফ লর্ডসের বিচার বিষয়ক স্থায়ী কমিটির চেয়ার লর্ড হাওয়েল, লর্ড রমি রেঞ্জার, কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইন্ডিয়ার চেয়ার সীমা মালহোত্রা এমপি, যুক্তরাজ্যে নিযুক্ত ভারতের হাইকমিশনার গায়ত্রী ইসার কুমার, বিশিষ্ট মানবাধিকার আইনজীবী শেরি ব্লেয়ার, ব্রিটেনের রানির সাবেক সহকারী প্রাইভেট সেক্রেটারী এবং কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিডব্লিউইআইসি)-এর চীফ এক্সিকিউিটিভ সামান্থা কোহেন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদ, বিবিসির সাবেক সাংবাদিক উইলিয়াম ক্রাউলি, যুক্তরাজ্যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ এবং লন্ডন এ্যাসেম্বলীর কনজারভেটিভ সদস্য ও লন্ডন মেয়র পদপ্রার্থী শন বেইলী।
আলোচনা অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও লর্ড তারিক আহমাদ যৌথভাবে লন্ডন দূতাবাসে ‘বঙ্গবন্ধু পাঠাগার’ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জাতির পিতার ওপর নির্মিত ‘বঙ্গবন্ধু ও ব্রিটেন: এ স্পেশাল রিলেশনশিপ’- শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে প্রখ্যাত সরোদ শিল্পী রাজরূপা চৌধুরীর ‘বঙ্গবন্ধু দি ব্রেভ হার্ট: এ ভীর রাসা’ শীর্ষক সরোদ বাদনের সঙ্গে প্রখ্যাত অভিনেত্রী ও নৃত্য শিল্পী সাদিয়া ইসলাম মৌ ও তাঁর দলের নৃত্যের এক মনোজ্ঞ যুগলবন্দি পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
টিআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।