ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘পথশিশু অধিকার চাঁদপুর’ এর শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
‘পথশিশু অধিকার চাঁদপুর’ এর শীতবস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শতাধিক শিশু ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু অধিকার চাঁদপুর’।

সোমবার (১১ জানুয়ারি) রাতে শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী।

সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন।  

শীতবস্ত্র বিতরণ।  ছবি: বাংলানিউজ

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক শাহ আলম ও সাংবাদিক মুহাম্মদ মাসুদ আলম।

সংগঠনের নেতাদের মধ্যে সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিকসহ কার্যকরী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে করোনাকালীন সময়ে আরও চার বার পথশিশুর মধ্যে উন্নতমানের খাবার, ঈদবস্ত্র ও খাদ্যসমাগ্রী বিতরণ করে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।