ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলী বিচ এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবার বড়িসহ দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান চালায়।

অভিযানে আটককৃতরা হলেন- টেকনাফেন সাবরাং জাদিমুরা চাঁদ মিয়ার ছেলে নুরুল আমিন ও টেকনাফ সদরের পূর্ব গোদারবিলের মৃত সিরাজুল ইসলামের ছেলে   আমিনুল ইসলাম (২৬)।  

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল।

তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে তার নেতৃত্বে শহরের কলাতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০ হাজার ইয়াবাসহ হাতে-নাতে দুই মাদক কারবারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে নিশ্চিত হওয়া গেছে, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত।  

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।  

এদিকে একইদিন কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. তাহের (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।