ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বর-কনের বাবাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
টাঙ্গাইলে বর-কনের বাবাকে জরিমানা প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকায় শনিবার (১৬ জানুয়ারি) আয়োজিত বাল্যবিয়ে পণ্ড করে দিয়ে বরের বাবা ও কনের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম বাংলানিউজকে জানান, আশেকপুর এলাকায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ের আয়োজন করেন তার বাবা-মা। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে গিয়ে বাল্যবিয়ের আয়োজন পণ্ড করা হয়। এ সময় কনের বাবাকে ১০ হাজার ও বরের বাবাকে ৪০ হাজার টাকা জারিমানা করা হয়।

তিনি আর জানান, ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৮ ধারায় এ জরিমানা করা হয়। একইসঙ্গে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে তার অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকতা শামীমা আক্তার শাম্মী, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ুন, জোবায়দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।