ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার

ঢাকা: শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে সরকার।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরের মনিপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল বালক শাখা এবং রূপনগরে অবস্থিত কলেজ শাখায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দুটি উপ-শাখা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

   

কামাল আহমেদ মজুমদার বলেন, করোনার এ সময়ে শিক্ষার্থীদের পড়াশোনা যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। অপ্রয়োজনীয় কাজে সময় অপচয় না করে বাসায় পড়াশোনায় মনোযোগী হবার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শও দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনসহ কলেজের গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।