ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

শালিখায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
শালিখায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ প্রতীকী ছবি

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার শতখালী এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষে মিলন বিশ্বাস (৩৫) নামে একজন নিহত হয়েছেন।  

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন (ট্রাকচালক) যশোরের বাঘারপাড়া উপজেলার পলিরহাট গ্রামের বুধুই বিশ্বাসের ছেলে।

স্থানীরা জানান, যশোর নওয়াপাড়া থেকে কয়লা বোঝাই করে শতখালী এলাকায় একটি ইটভাটায় আসছিল ট্রাকটি। পথে শতখালী এলাকায় এলে ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক মিলন গুরুতর আহত হন। তাকে প্রথমে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহত হয়েছেন ট্রাক ও বাসচালকের সহকারী (হেলপার)। আহত দু’জনকে চিকিৎসার জন্য যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
শালিখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিক আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাসটি উদ্ধারের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।