ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের মতবিনিময়

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
শেরপুরে  উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় মতবিনিময় সভা

শেরপুর: নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে উপজেলা পরিষদের সব প্রশাসনিক কার্যক্রম পরিচালনাসহ ৫ দফা দাবিতে শেরপুরে জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্টজনদের সঙ্গে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের মাধবপুর এলাকায় প্রেসক্লাব মিলনায়তনে সভার আয়োজন করা হয়।

 

সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সভাপতি ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।  

মতবিনিময় সভায় সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন এবং পাঁচ উপজেলা পরিষদের পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যানরাসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।