ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

কাউন্সিলর খুন: ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
কাউন্সিলর খুন: ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান খুনের ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আওয়ামীলীগ নেতা শাহাদত হোসেন বুদ্দিনসহ জ্ঞাত-অজ্ঞাত ৮০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার এজাহার নামায় ২৭ নম্বর আসামি স্বপন বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্বপন বেপারী টাঙ্গাইল জেলা সদরের বেপারী পাড়া দেলদুয়ার রোড এলাকার মৃত জয়নাল বেপারীর ছেলে।

এর আগে রোববার রাতে নিহত তরিকুলের ছেলে ইকরামুল হাসান হৃদয় বাদী হয়ে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিন, তার  তিন ভাই, দুই ছেলেসহ ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলায় বাদী উল্লেখ করেন, শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটের ফলাফল নিতে যান বাদীর বাবা কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম। ফলাফলে তাকে বিজয়ী ঘোষণার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনসহ অন্যান্য আসামিরা বাদীর বাবাকে ঘিরে ধরে এবং তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরদিন থেকেই সাহেদনগর বেপারি পাড়া এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। মামলার অধিকাংশ আসামির বাড়ি এ গ্রামটিতেই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বাংলানিউজকে বলেন, নিহতের ছেলে বাদী হয়ে রোববার রাতে মামলা দায়ের করেছেন। আমরা মামলার ২৭ নম্বর আসামিকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।

সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, দ্রুতগতিতে মামলার তদন্তকাজ এগিয়ে চলছে। অনেক দূর এগিয়ে গেছি। খুব শিগগিরই ভালো ফলাফল দিতে পারবো। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘন্টা, জানুয়ারি ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।