ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে জাতীয় বিজ্ঞান সপ্তাহের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
রাঙামাটিতে জাতীয় বিজ্ঞান সপ্তাহের উদ্বোধন

রাঙামাটি: রাঙামাটিতে ৪২তম জাতীয় বিজ্ঞান সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।  

সোমবার (১৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজ্ঞান সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মামুনের সভাপতিত্বে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্কুল শিক্ষার্থীদের ২১টি স্টল অংশ নিয়েছে। তারা মেলার মাধ্যমে তাদের উদ্ভাবনী জিনিসিগুলো প্রদর্শন করছে। মেলার পাশাপাশি স্কুল শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে।  কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়েছে। মেলার তত্ত্বাবধানে ছিলেন, জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘর।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।