ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

হরিণাকুণ্ডুতে ইটভাটায় অভিযান, ২৩ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
হরিণাকুণ্ডুতে ইটভাটায় অভিযান, ২৩ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলায় লাইসেন্স ও ছাড়পত্রবিহীন ইটভাটায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর।  

বুধবার (২০ জানুয়ারি) সকাল থেকে দুপুরে সদর ও হরিণাকুণ্ডু উপজেলায় এ অভিযান শুরু করা হয়।

এর নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার।  

অভিযানে সকাল থেকে দুপুর পর্যন্ত সদরে একটি ও হরিণাকুণ্ডু উপজেলার তিনটি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ নানা অভিযোগে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও তিনটি ইটভাটায় ২৩ লাখ টাকা জরিমানা করা হয়।

যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার বাংলানিউজকে বলেন, সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়েছে চলবে বিকেল পর্যন্ত। দুপুর পর্যন্ত আমরা হরিণাকুণ্ডুতে ৩টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। বৃহস্পতিবার পর্যন্ত এ অভিযান চালবে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।