ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শীতার্ত অসহায় মানুষদের দ্রুত শীতবস্ত্র দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
শীতার্ত অসহায় মানুষদের দ্রুত শীতবস্ত্র দেওয়ার দাবি

ঢাকা: শীতার্ত অসহায় মানুষদের সরকারি উদ্যোগে দ্রুত শীতবস্ত্র প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা এ দাবি করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রচণ্ড শীতে গরিব মানুষ ভীষণ কষ্টে আছে। প্রচণ্ড শীতের কারণে তারা নানা রোগেও আক্রন্ত হচ্ছেন। এই অবস্থায়  দেশের সকল গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান সরকারের দায়িত্ব।

শীতবস্ত্রের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো ছাড়াও দেশব্যাপী বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতাকর্মীদের শীতবস্ত্রের দাবিতে ইউএনও কার্যালয়ের স্মারকলিপি ও বিক্ষোভ কর্মসূচি পালনেরও আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
আরকেআর/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।